ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ভাবির গলায় দেবরের ছুরিকাঘাত, গ্রেপ্তার ১

ভাবির গলায় দেবরের ছুরিকাঘাত, গ্রেপ্তার ১

রাকিব

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ০৫:১৪

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গৃহবধূ শোভা আক্তার (৩৮) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার সকালে নিহতের বোন বাদি হয়ে এ মামলা করেন। সন্ধ্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উত্তরপাড়া থেকে আসামি রাকিবকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রাত ৯টার দিকে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানান পিবিআইয়ের মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গাছ থেকে কাঁঠাল ছেড়েন শোভা। এ নিয়ে দেবর রাকিব ও ভাবির মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে সকাল ১০টার দিকে রাকিব ধারালো ছুরি দিয়ে ভাবির গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শোভা নিহত হন। এ ঘটনায় শুক্রবার বিকেলে পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শনিবার ময়নাতদন্ত শেষে নিহত গৃহবধূর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহত শোভার বড় বোন রেবেকা বেগম বাদি হয়ে রাকিব হোসেনকে (২৫) আসামি করে ঘিওর থানায় হত্যা মামলা করেন। মামলা তদন্তের জন্য পিআইবিকে দায়িত্ব দেওয়া হয়।

পিবিআইয়ের মানিকগঞ্জের পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের পর পিবিআই ছায়াতদন্ত শুরু করে। মামলা হওয়ার ৬ ঘন্টার মধ্যে পিবিআই আসামিকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

×