ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

গোপালগঞ্জে সড়কে ঝরল তিন প্রাণ

গোপালগঞ্জে সড়কে ঝরল তিন প্রাণ

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৭:১৪

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকুবাজার ও শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের মৃত মঈনউদ্দিন খাঁ’র ছেলে সরোয়ার খাঁ (৯০), মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া গ্রামের মৃত মানিক কুমার পালের ছেলে বিপুল কুমার পাল (৫২) ও খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের রাজা শেখের ছেলে সোহাগ পরিবহনের হেলপার শাওন শেখ (১৮)।

টুকু বাজারে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে স্থানীয়রা ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।  

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রোমান মোল্লা জানান, আজ সরোয়ার খাঁ নামের ওই বৃদ্ধ কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের আত্মীয় বাড়িতে বেড়ানো শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। 

তিনি আরও জানান, ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নসিমনকে ঢাকাগামী কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে নসিমনের যাত্রী বিপুল কুমার পাল (৫২) ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ রেকার দিয়ে কাভার্ড ভ্যান সরিয়ে নিচ্ছিল। এ সময় সেখানে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ওই পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের হেলপার শাওন শেখ ঘটনাস্থলে নিহত হন। 

হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত তিনজনের মরদেহ আজ দুপুরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আরও পড়ুন

×