ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বালিশ চাপা দিয়ে শিশুকে হত্যাচেষ্টা, আটক গৃহবধূ

বালিশ চাপা দিয়ে শিশুকে হত্যাচেষ্টা, আটক গৃহবধূ

প্রতীকী ছবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৯:৩১ | আপডেট: ২২ জুন ২০২৫ | ২০:১৫

সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধের জেরে শিশু মেঘলা খাতুনকে (৯) বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামে এ ঘটনা ঘটে।

মেঘলার বাবা মো. মুনসুর আলী জানান, জমি নিয়ে প্রতিবেশী নাজমুল হকের পরিবারের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। এর জের ধরে তার স্ত্রী উমায়া খাতুন ফাতেমা আমার মেয়েকে একা পেয়ে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করেন। গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে ফাতেমাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

অভিযোগ অস্বীকার করে নাজমুল হক বলেন, মনসুরের পরিবারের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। আমাদের ফাঁসাতে তারা নাটক সাজিয়েছে। এটা সাজানো ষড়যন্ত্র।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুপু কর বলেন, জরুরি জাতীয় সেবা ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটির পরিবার ও প্রতিবেশীদের কথা শুনে এক গৃহবধূ ফাতেমাকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×