ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বৃষ্টি হলেই হাটজুড়ে হাঁটুপানি

বৃষ্টি হলেই হাটজুড়ে হাঁটুপানি

টানা বৃষ্টিতে হাঁটুসমান পানি জমে যায় কালাই উপজেলার মোসলেমগঞ্জ হাটে সমকাল

 জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ০১:৫০ | আপডেট: ২৩ জুন ২০২৫ | ০২:০২

চার দিন ধরে টানা বৃষ্টি। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। জমে গেছে হাঁটু পানি। ভোগান্তিতে পড়েছেন দোকানি, হাটুরে ও পথচারী। এ চিত্র কালাইয়ের উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ হাটের।
এ অবস্থার জন্য অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করেছেন স্থানীয়রা। তারা বলছেন, সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় পুরো হাট চত্বর। 
প্রতি শুক্র ও মঙ্গলবার মোসলেমগঞ্জ হাটবার। বাজার বসে প্রতিদিন। হাজার হাজার মানুষের সমাগম ঘটে এ হাটে। এখান থেকে লোকজন মোসলেমগঞ্জ-কিচক ও মোসলেমগঞ্জ-রাজাবিরাট সড়ক হয়ে বিভিন্ন যানবাহনে বগুড়া ও গাইবান্ধায় চলাচল করেন। হাটের পশ্চিম পাশে রয়েছে মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়, ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কমপ্লেক্স। প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে হাটের ভেতরের এই সড়ক দিয়ে। টানা চার দিনের বৃষ্টিতে এ সড়কটিতে পানি জমে গেছে।
সরেজমিন হাট ঘুরে দেখা গেছে, যতটা সম্ভব পানি বাঁচিয়ে পণ্য সাজিয়ে বিক্রি করছেন দোকানিরা। বেশ কয়েকটি দোকানের সবজি তলিয়ে গেছে। এ অবস্থার জন্য হাট-সংলগ্ন রাস্তার দুই পাশে অপরিকল্পিতভাবে গড়ে উঠা ভবনগুলোকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।
মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মকবুল হোসেন বলেন, ‘রোববার খুলেছে। শিক্ষার্থীদের এই পথেই চলাচল করতে হবে। বেহাল পথটির কারণে মাঝেমধ্যেই তাদের বই কাপড় ও জুতা ভিজে যায়। এই সমস্যা বহুদিনের। সমস্যা সমাধানের অনুরোধ জানিয়ে ইউনিয়ন পরিষদে অনেকবার বলেছি, কোনো লাভ হয়নি।’
হাটুরেরা বলেন, হাটের অলিগলি এমনকি– রাস্তায় পানি জমে গেছে। সামান্য বৃষ্টি হলেই আশপাশের এলাকার পানি এসে এই সড়ক ডুবে যায়। ময়লা আবর্জনা আর কাদাপানিতে একাকার হয়ে যায়। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সমস্যা সমাধানের উদ্যোগ নেই।
আরেক দোকানি আব্দুল কুদ্দুস বলেন, ২০ হাজার টাকার মালপত্র নিয়ে হাটে বসেছি। সব পানিতে ডুবে গেছে। মাত্র আড়াই হাজার টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। হাটের আশপাশে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবি তাঁর। 
হাট ইজারাদার মফিদুল ইসলাম বলেন, ‘সবেমাত্র হাট পেয়ে মাশুল আদায় করছি। হঠাৎ পানি তোড়ে সব ডুবে যাচ্ছে। শুক্রবার বৃষ্টির পানি জমে থাকায় হাটে বেচাকেনা হয়নি। তাই মাশুলও আদায় হয়নি। আজও একই অবস্থা। 
৫ জুলাইয়ের পর পলাতক উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও গত সপ্তাহে অব্যাহতি দিয়েছেন। পরিষদের সচিব বুলবুল আহম্মেদ বলেন, ‘এ বিষয়ে উপজেলা পরিষদের সমন্বয় সভায় আলোচনা করা হবে।  
 

আরও পড়ুন

×