ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ভরা মৌসুমেও ইলিশে দুর্দিন

ভরা মৌসুমেও ইলিশে দুর্দিন

সাগরে ইলিশ ধরা না পড়ায় উপকূলে জাল সেলাই করে সময় পার করছেন জেলেরা। গত সোমবার চরফ্যাসনের সামরাজঘাটে । ছবি: সমকাল

 লক্ষ্মীপুর ও চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ২৩:০২

বৈশাখ থেকে আশ্বিন– এই ছয় মাস ইলিশের ভরা মৌসুম। কাগজ-কলমের হিসাব অনুযায়ী মৌসুমের অর্ধেক প্রায় গত, তবু উপকূলের নদী ও সমুদ্রে ইলিশের দেখা মিলছে না।

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আশায় বুক বেঁধে দিন-রাত উত্তাল সাগরে ভেসে থেকে দেনার বোঝা ভারী করে শূন্য হাতে ঘাটে ফিরছে জেলেদের ট্রলার। এখন খেয়ে-না খেয়ে হতাশায় দিন কাটাচ্ছে জেলে পরিবারগুলো।

সমুদ্রগামী জেলেদের ভাষ্য, প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় বাংলাদেশের জলসীমায় ভারত ও মিয়ানমারের জেলেরা তিন স্তরের বিশেষ ধরনের (লাশা-জাল) জাল ফেলছে। এভাবে উপকূলগামী ইলিশের গতি আটকে দিয়ে জেলেদের ভাগ্য ছিনিয়ে নিচ্ছে।

জালে মাছ কম ধরা পড়ার প্রভাব পড়েছে বাজারেও। লক্ষ্মীপুরের রামগতি মেঘনা নদীর পারের আড়তগুলোতে দেখা গেছে, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৭০০ টাকায়। ৫০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ১০০ টাকায়।

ইলিশ না পেয়ে কষ্টে দিন কাটছে বলে জানিয়েছেন জেলেরা। তাদের দাবি, নিষেধাজ্ঞার সময় খাদ্য সহায়তা না পাওয়ায় দুর্ভোগে আছেন জেলার জেলেরা। তবে বুধবার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১৫৮ জেলের মধ্যে চাল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন অর্ধেক জেলে।

রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কার্ডধারী জেলে আনিস ছৈয়াল বলেন, ‘সাগরে সরকারি নিষেধাজ্ঞার সময় বরাদ্দের চাল আমরা প্রকৃত জেলেরা ঠিকমতো পাই না। আমাদের নামে চাল এলেও তা বিতরণের সময় স্থানীয় প্রভাবশালীরা নিজেদের লোকজনের মধ্যে ভাগ করে দেন। আমরা প্রতিবারই বঞ্চিত হই।’

কমলনগর উপজেলার আবু সাঈদ বলেন, ‘জেলে কার্ড আছে, নাম আছে তালিকায়, কিন্তু চাল পাই না। ধারদেনা করে সংসার চালাই, এভাবে আর কতদিন?’

রামগতি উপজেলার আজগর মাঝি জানান, অনেক দিন সরকারি সহায়তার কিছুই পাননি। হাতে কোনো টাকাও নেই। তাঁর প্রতিবেশী হারুন মাঝির ভাষ্য, জেলেরা না খেয়ে মরবে, সরকারের যেন তাতে কিছু যায় আসে না।

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের তথ্যমতে, জেলায় সমুদ্রগামী জেলে ২০ হাজার ১৫ জন। এর মধ্যে রামগতিতে ১৭ হাজার ৮৬০ জন, কমলনগরে ১ হাজার ৮১৫ জন, রায়পুরে ২২০ জন ও সদর উপজেলায় ১২০ জন জেলে দেখানো হয়েছে। তবে বাস্তবে আরও বেশি বলে দাবি জেলেদের। 

জেলেরা অভিযোগ করেন, অনেক সময় তাদের নামে চাল বরাদ্দ হলেও তারা তা হাতে পান না। বরং মাস শেষ হওয়ার আগেই চাল বিতরণ দেখানো হয়। চালের বদলে বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ চান তারা।

জুন ক্লোজিংয়ে খাদ্য সহায়তা দেওয়া সম্পূর্ণ দেখানোর ঘটনা অস্বীকার করেছেন জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন। তাঁর ভাষ্য, ১ হাজার ১২০ টন খাদ্য প্রশাসনিক জটিলতায় বিতরণে বিলম্ব ছিল, সেই সহায়তা জুনের ক্লোজিংয়ে বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভোলার চরফ্যাসন উপজেলার সামরাজ, বকসি, গাছির খাল, বেতুয়া, ঢালচরসহ বৃহত্তম মৎস্য ঘাটে নিবন্ধিত জেলে ৪৪ হাজার ১০৫ জন। এর মধ্যে সমুদ্রগামী ট্রলার রয়েছে ১৭ হাজার ১৬৫টি। বেসরকারি হিসাব অনুযায়ী আরও ছোট-বড় ৫০ হাজার জেলে রয়েছেন। মৎস্য পরিবহন ও বেচাকেনায় জড়িত আরও ৫০ হাজার শ্রমিক। নদী-সমুদ্রে ইলিশের আকাল থাকায় বেকার হয়ে পড়েছেন প্রায় দেড় লাখ মৎস্যজীবী। তারা ঘাটে ট্রলার নোঙর করে জাল বুনে সময় পার করছেন। নদীতেও ইলিশ সংকটের কারণে বন্ধ হয়ে গেছে উপজেলার ২০টি বরফকল। এখানেও বেকার হয়ে পড়েছেন ৬০০ শ্রমিক।

ঢালচরের সমুদ্রগামী ফিশিং বোটের প্রধান মাঝি খলিল উদ্দিন জানান, ভারত ও মিয়ানমারের পতাকাবাহী শতাধিক অত্যাধুনিক জাহাজ সব সময় সাগরের বাংলাদেশ সীমান্তে অবস্থান করছে। প্রতিটি জাহাজের সঙ্গে রয়েছে ২০-২৫টি মাছ ধরার ছোট ট্রলার। ওইসব ট্রলার থেকে যান্ত্রিক উপায়ে এক ধরনের জাল ফেলা হয় সাগরে। এগুলো লাশা জাল নামে পরিচিত। তিন স্তরের ওই জাল ভেদ করে ছোট-বড় কোনো ইলিশই সাগরের বাংলাদেশ সীমান্তে আসতে পারছে না। ফলে দিন-রাত উত্তাল সাগরে জাল ফেলে মাছ না পেয়ে খালি হাতে ঘাটে ফিরতে হচ্ছে। লোকসানের মুখে পড়ছেন ট্রলার মালিকসহ জেলেরা।

সামরাজ ঘাটের জেলে ট্রলারের মাঝি আবদুর রব জানান, ২০ জন কর্মী নিয়ে দুই দিন সমুদ্রে ভেসে থেকে দুই ব্যারাল ডিজেলসহ ৪০ হাজার টাকা খরচ করে মাছ মিলেছে মাত্র ১০টি। আড়তে এই ১০টি মাছ বিক্রি করে পেয়েছেন মাত্র ৫ হাজার ৮২৫ টাকা। বিপাকে পড়েছেন ভাগীদার জেলেরা। একদিকে আড়তের দাদন, অন্যদিকে পরিবারের ভরণপোষণ মেটাতে হিমশিম অবস্থা তাদের।

নতুন স্লুইস মৎস্য ঘাটের আবুল মাঝি জানান, সাগরে ইলিশ ধরার জন্য মাঝারি আকারের একটি ট্রলার তৈরিতে ১৫ থেকে ১৮ লাখ টাকা খরচ হয়। এ বছর তিনি নতুন করে একটি ট্রলার বানিয়েছেন। ইতোমধ্যে সাত-আটবার সাগরে গিয়ে জাল ফেলেছেন, কিন্তু ইলিশের দেখা মেলেনি। 

সামরাজ ঘাটের আড়ত মালিক হেলাল উদ্দিনের ভাষ্য, আষাঢ়ের প্রথম সপ্তাহের আবহাওয়া ইলিশ শিকারের উপযোগী ও ভরা মৌসুম। কিন্তু ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে তাঁর আড়তের দাদনভুক্ত ৩০টি ট্রলারের মধ্যে ১০টি ট্রলার ছোট-বড় ৬২টি ইলিশ নিয়ে ঘাটে ফিরেছে। যার বিক্রয়মূল্য ২১ হাজার টাকা। বাকি ২০টি ট্রলার ঘাটে ফিরেছে মাছশূন্য।

এই ঘাটের আড়ত মালিক কাদের মিয়ার দাবি, গত বছরের এই সময় প্রতিদিন ৬০-৭০ টন ইলিশ আসত ঘাটে। এবার দিনে ২০ হালি ইলিশও আসছে না। ঢালচর মৎস্য ঘাটের আড়ত মালিক নূরে আলম জানান, গত বছর এই সময়ে প্রতিদিন ১০০ টন মাছ আসত এই ঘাটে। এবার একেবারেই মাছ নেই।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর ভাষ্য, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার বিরূপ প্রভাব বিরাজ করছে। গভীর সাগরে সামান্য পরিমাণে ইলিশ ধরা পড়লেও নদ-নদীতে একেবারেই ইলিশের দেখা মিলছে না। পুরোদমে বৃষ্টিপাত হলে নদ-নদীতে ইলিশের সংকট কেটে যাবে।

আরও পড়ুন

×