সিরাজগঞ্জে বিএনপির ১৩ নেতাকে শোকজ

সিরাজগঞ্জ ও তাড়াশ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ০৩:৩৮
সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে ১৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। তারা বিএনপির জেলা ও রায়গঞ্জ উপজেলা কমিটির নেতা। এ ছাড়া দলের সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আরও ২১ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে। ২১ জুন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গত মঙ্গলবার বিকেলে বিষয়টি জানাজানি হয়।
শোকজ পাওয়া নেতারা হলেন- জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক দুলাল হোসেন খান, জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেন, আমিনুল বারী তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, জেলা বিএনপির নির্বাহী সদস্য রোহিত মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মণ্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম হিরন, সাবেক সাংগঠনিক সম্পাদক রহিম বাদশা ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল হাশেম।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু মঙ্গলবার রাত পৌনে ১০টায় জানান, ১৩ জনকে শোকজ করা হয়েছে। শোকজ প্রাপ্তির পর বেশির ভাগ নেতা জবাব দিয়েছেন। জবাব দলীয় শৃঙ্খলাভঙ্গের পরিপন্থি হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
শোকজ পাওয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য রোহিত মান্নান লেলিন বলেন, ‘সেখানে জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। কারা স্লোগানটি দিয়েছিল আমি জানি না। অভিযোগ ওঠার পর সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করেছিলাম। এরপরও শোকজ করা হয়েছে।’
প্রসঙ্গত ২০ জুন একসঙ্গে তাড়াশ উপজেলার শাহ শরিফ জিন্দানী (রহ.)-এর মাজার জিয়ারত ও জুমার নামাজ পড়েন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এরপর জামায়াত নেতাকর্মীরা চলে গেলে বিএনপির নেতাকর্মীরা মাজারের মসজিদে মিলাদ মাহফিল করেন। পাশের একটি স্কুল চত্বরে মতবিনিময় সভা শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়। অভিযোগ উঠে বিএনপি নেতাকর্মীরা টুকু ভাইয়ের মার্কা (বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু) দাঁড়িপাল্লা মার্কা স্লোগান দিয়েছেন।
- বিষয় :
- সিরাজগঞ্জ