খাগড়াছড়ির শান্তিপুর সীমান্ত দিয়ে ৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

শান্তিপুর সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ৯ জন
মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ১১:৫৮ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ১২:০৫
খাগড়াছড়ির শান্তিপুর সীমান্ত দিয়ে ৯ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার ভোরে মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী শান্তিপুর সীমান্ত এলাকা দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোরে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন করা হয়েছে। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। বর্তমানে তাদের বিজিবির তত্ত্বাবধানে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এ নিয়ে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৫৪ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।
উল্লেখ্য, চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে ঠেলে পাঠায় বিএসএফ।