ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

‘প্রেমিকার’ ঘরের আড়ায় ঝুলছিল যুবক

‘প্রেমিকার’ ঘরের আড়ায় ঝুলছিল যুবক

প্রতীকী ছবি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ১২:৫৩ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ১২:৫৮

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঘর থেকে কাউছার হোসেন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা শেখরনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

কাউছার ওই এলাকার আব্দুল আলীমের ছেলে। প্রেমিকা একই এলাকার প্রবাসীর স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রেমিক কাউছারের সঙ্গে এক গৃহবধূর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার রাতে কাউছার প্রেমিকার বাড়িতে দেখা করতে যান। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ওই প্রেমিকার ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

শেখরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মালেক খোকন বলেন, তাদের মধ্যেই প্রেমের সম্পর্ক ছিল। তবে কী কারণে কাউছার আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ 

শেখর নগর তদন্তকেন্দ্রের  ইনচার্জ মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে প্রেমিক লিটন তার ঘরে ঢুকে কুপ্রস্তাবে দেন। কিন্তু রাজি না হওয়ায় ওই গৃহবধূর অন্য আরেকটি কক্ষে ঢুকে বন্ধ করে দেন লিটন। সকালে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×