নাগরপুর বাজারে ‘পলিথিনমুক্ত’ পরিবেশ গড়তে জেলা প্রশাসকের উদ্যোগ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ২১:২৩ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ২১:৪১
‘পলিথিনমুক্ত’ বাংলাদেশ গড়ার অঙ্গীকারের অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মিলনায়তনে ১০ হাজার পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক নাগরপুর বাজারের একশ’ মুদি দোকানি ও স্কুল শিক্ষার্থীদের এসব পাটের ব্যাগ বিতরণ করেন। এছাড়া ১৫ জন অসচ্ছল নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। তারা এই সেলাই মেশিনের মাধ্যমে কাপড়ের ব্যাগ তৈরি করবেন এবং নাগরপুর বাজারে নিয়মিতভাবে সাশ্রয়ী মূল্যে সেগুলো সরবরাহ করবেন। এই উদ্যোগের মাধ্যমে বাজারকে পলিথিনমুক্ত করার পাশাপাশি অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথ করে দেওয়া হয়েছে।
নাগরপুর বাজার বনিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল বলেন, ‘পলিথিনমুক্ত’ বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের অগ্রযাত্রায় যুক্ত হলো নাগরপুর বাজার। নাগরপুর বাজারকে বেছে নেওয়ার জন্য জেলা প্রশাসককে তিনি ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের এই উদ্যোগটি আগামী দিনে সারাদেশের বাজারগুলোতে অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
জেলা প্রশাসকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলা প্রশাসকের প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানো ছাড়াও বাজারকে ‘পলিথিনমুক্ত’ করতে দোকানিদের মাঝে ব্যাগ সরবরাহ এগুলো যুগান্তকারী উদ্যোগ। সত্যিই আমরা যদি তার এই উদ্যোগকে বাস্তবে রূপ দিতে পারি তাহলে দৃষ্টান্ত হয়ে থাকবে।
ব্যাগ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান, সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রমুখ।
- বিষয় :
- টাঙ্গাইল