ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

দৌলতপুরে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

দৌলতপুরে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৫ | ১৩:০৪

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে মহন আলী (২৬) নামের এক মাদক কারবারিকে কুপিয়ে হত্যা করা প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি গ্রামের ঠোঁটারপাড়া মাঠে এ হামলার ঘটনা ঘটে। নিহত মহন আলী জামালপুর গ্রামের মৃত মদন আলীর ছেলে।

এ ঘটনায় হৃদয় (২৪) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সে একই গ্রামের মৃত মসুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠোঁটারপাড়া ও জামালপুরের মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় কয়েকটি মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোহন, হৃদয়, জনি ঠোঁটারপাড়া থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় মহন ও হৃদয়ের ওপর প্রতিপক্ষের লোকজন ঠোঁটারপাড়া মাঠে দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে জনি পালিয়ে গেলেও মহন ও হৃদয় ধরা পড়ে যান। পরে তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করা হয়। ঘটনার খবর পেয়ে টহলরত বিজিবির একটি দল তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মহন আলীর মৃত্যু হয়।

বিজিবির মহিষকুণ্ডি ক্যাম্পের নায়েক সুবেদার শওকত আলী বলেন, আমাদের টহল দল আহতদের উদ্ধার করে বিজিবির গাড়িতে করে হাসপাতালে পাঠায় হয়। হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছে বলে শুনেছি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মাদক নিয়ে পুরোনো বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

আরও পড়ুন

×