ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

শেরপুরে অবৈধ বালু বিক্রিতে বাধা, মারধর জুলাই যোদ্ধাকে

শেরপুরে অবৈধ বালু বিক্রিতে বাধা, মারধর জুলাই যোদ্ধাকে

ছবি: সমকাল

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৫ | ১৯:১৯

শেরপুরের শ্রীবরদীতে অবৈধ বালু বিক্রিতে বাধা দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত মো. আরিফকে মারধরের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া মেঘাদল শয়তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আরিফের অভিযোগ, ঢেউফা ও সোমেস্বরী নদী থেকে বালু তুলে বিক্রির জন্য দুটি মাহিন্দ্র ট্রাকে নিয়ে যাচ্ছিল একদল দুর্বৃত্ত। কর্ণঝোড়া মেঘাদল শয়তান বাজার এলাকায় তারা মাহিন্দ্রগুলো জব্দ করে স্থানীয় প্রশাসনকে খবর দেন। এ সময় বালুখেকো বিপ্লব মিয়া, তার ভাই মো. রুমান, রমজান আলী, মোশারফসহ ১৫-১৬ জন হামলা চালায়। কিল-ঘুষিতে মাটিয়ে পড়ে গেলেও তারা মারতে থাকে। এক পর্যায়ে জ্ঞান হারান আরিফ। হামলাকারীরা আরিফের মোটরসাইকেলও ভাঙচুর করে।

অভিযোগ অস্বীকার করে বিপ্লব মিয়া সাংবাদিকদের জানান, জব্দ বালুর মাহিন্দ্র ট্রাকগুলো তার নয়। তারা কাউকে মারপিটের সঙ্গেও জড়িত নন।

এদিকে, আরিফকে মারধরের ঘটনায় জেলা ও উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ জানান, জুলাই যোদ্ধাকে হাসপাতালে গিয়ে তারা দেখে এসেছেন। ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন আরিফ। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×