ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

যুবককে হাত-পা বেঁধে মারধর, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

যুবককে হাত-পা বেঁধে মারধর, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ০২:৪৫

গাজীপুরে গ্রিনল্যান্ড গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার ভেতরে চোর সন্দেহে হৃদয় মিয়া নামে এক যুবককে পেটানো হয়। সহকর্মীকে চোর সন্দেহে পেটানো হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। পরে শনিবার দুপুরে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ওই কারখানার শ্রমিকরা। প্রায় ২ ঘণ্টা কোনাবাড়ী এলাকা অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, গত শুক্রবার রাত ৩টার দিকে গ্রিনল্যান্ড গার্মেন্টসের ভেতরে হৃদয় মিয়া নামে ওই যুবক ঢুকে পড়েন। পরে চোর সন্দেহে হাত-পা বেঁধে হৃদয়কে মারধর করে কর্তৃপক্ষ। শনিবার সকালে অবস্থার অবনতি হলে তাঁকে কারখানার লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ভুক্তভোগী হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল থানার সাগরদিঘি এলাকার আবুল কালামের ছেলে।

যুবককে পেটানোর ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, আহত হৃদয় কারখানার শ্রমিক নন। গুজব ছড়িয়ে পড়লে ওই কারখানার শ্রমিকরা দুপুরের দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

×