বন্ধুর সঙ্গে ঘুরতে এসে ‘অতিরিক্ত মদ্যপান’, যুবকের মৃত্যু

প্রতীকী ছবি
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ১৬:৪৮
পটুয়াখালীর কুয়াকাটায় বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে এসে অতিরিক্ত মদ্যপানে সাজিদুল ইসলাম (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার হোটেল থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তারই বন্ধু হাবিব।
পরীক্ষা শেষে সাজিদুলের মৃত্যু নিশ্চিত করেন কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ হোসেন।
নিহত সাজিদুল নেত্রকোনার বাসিন্দা মো. ইব্রাহিমের ছেলে। তিনি ঢাকায় একটি খাবার হোটেলের কর্মচারী ছিলেন।
হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঢাকা থেকে বন্ধু হাবিবসহ কুয়াকাটায় ঘুরতে আসেন সাজিদুল। তারা এখানে একটি আবাসিক হোটেলে ওঠেন। দিনে ঘোরাঘুরি শেষে রাতে হোটেলে ফিরে মদ্যপান করেন সাজিদুল। সকালে ঘুম থেকে উঠে পেটে ব্যথা অনুভব করলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিতে যান সাজিদুল। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। তবে চিকিৎসা না নিয়ে হোটেলে ফিরে যান সাজিদুল। দুপুরের দিকে ফের পেটে ব্যথা বেড়ে গেলে বন্ধু হাবিব তাকে নিয়ে হাসপাতালে রওয়ানা দিলে পথে মারা যান সাজিদুল।
হাবিব বলেন, ‘আমরা ঢাকার ডেমরা এলাকায় থাকি। আমরা বন্ধু। দু’জনই কুয়াকাটায় ভ্রমণে এসেছি। দিনে ঘোরাঘুরি শেষে রাতে হোটেলে অবস্থান করি। রাতে সাজিদুল নিচে নেমে একা মদ খেয়ে রুমে আসে। আমাকেও খেতে বলেছি, তখন আমি ওকে খেতে নিষেধ করি। কিন্তু ও মদ খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে অসুস্থ বোধ করলে এ দুর্ঘটনা ঘটে।’
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ হোসেন বলেন, ‘সকালে মদ্যপানে গুরুত্বর অসুস্থ অবস্থায় সাজিদুল ইসলাম নামের এক পর্যটক হাসপাতালে আসেন। আমরা চিকিৎসা দিয়ে রেফার করলেও তিনি চিকিৎসা নেননি। পরে আবার যখন নিয়ে আসা হয়, তখন পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত হই।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।