ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বরিশালে পলিথিনে পেঁচানো হাত-পা বাঁধা নারী উদ্ধার

বরিশালে পলিথিনে পেঁচানো হাত-পা বাঁধা নারী উদ্ধার

উদ্ধার হওয়া নারী

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ১৯:৪৬ | আপডেট: ২৯ জুন ২০২৫ | ১৯:৪৭

বরিশাল সদরের তালুকদারের হাট এলাকায় হাত-পা বাঁধা ও পলিথিনে পেঁচানো অবস্থায় মারিয়া বেগমকে (২৩) উদ্ধার করা হয়েছে। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। গর্ভের সন্তান নষ্ট করতে স্বামীর প্রাক্তন স্ত্রীর স্বজনরা নির্যাতন করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীর।

রোববার ভোরে বরিশাল-ভোলা সড়কের পাশ থেকে স্থানীয়রা মারিয়াকে উদ্ধার করেন। পরে পুলিশ শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে।

বন্দর থানার এসআই সিরাজুল ইসলাম জানান, মারিয়ার স্বামীর নাম মশিউর রহমান। শ্বশুর বাড়ি ভোলায়। বরিশাল নগরীর দপদপিয়া গ্যাসটারবাইন এলাকায় তার বাবার বাড়িতে থাকেন।

স্থানীয়রা জানান, তালুকদারহাট এলাকার ব্যবসায়ীরা সড়কের পাশে পলিথিনে পেঁচানো অবস্থায় মারিয়াকে দেখতে পান। পরে পুলিশে খবর দেন তারা।

হাসপাতালে মারিয়া সাংবাদিকদের জানান, ভোলার ব্যবসায়ী মশিউর রহমানের সঙ্গে এক বছর আগে তার বিয়ে হয়। স্বামীর কাছে ভোলা যেতে শনিবার বিকেলে বাসা থেকে বের হন। ঘাটে গিয়ে লঞ্চ ধরতে পারেননি। সড়ক পথে লাহারহাট স্টেশনে গিয়েও লঞ্চ ধরতে ব্যর্থ হন। এর পর বাসায় ফিরতে সন্ধ্যার পর ভ্যানে বরিশাল নগরীর উদ্দেশে রওনা হন। চরকাউয়ার জিরো পয়েন্টে পৌঁছলে স্বামীর প্রাক্তন স্ত্রীর ভাইয়েরা মারিয়াকে অপহরণ করেন। একটি জঙ্গলে নিয়ে নির্যাতন করে হাতা-পা বেঁধে পলিথিনে পেঁচিয়ে ফেলে রেখে যান।

শেবাচিম হাসপাতালের দায়িত্বরত এক চিকিৎসক জানান, মারিয়ার পা ও শরীরের বিভিন্ন স্থানে পুড়ে ফোসকা পড়েছে। এটি এসিড নাকি রাসায়নিক জাতীয় কোনো দ্রব্যে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×