উজিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রতীকী ছবি
বরিশাল বুরো
প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ১৪:৪৮
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে দুটি ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২ জন। রোববার রাত ৩টার দিকে সোনার বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন উজিরপুর উপজেলার মার্দশী গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য দুলাল হোসেনের ছেলে সবুজ হাওলাদার (৩০), তিনি দুর্ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলেন। অন্যজন ট্রাকের হেলপার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বর্গিরচর গ্রামের রতনের ছেলে সোহেল (২০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি টাইলস বোঝাই ট্রাক বরিশাল নগরীর দিকে যাচ্ছিল। পথে সোনার বাংলা এলাকায় রাস্তার পাশে ট্রাকটি দাড় করানো হয়। এ সময় বরিশাল নগরীমুখী আমবোঝাই আরেকটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল।
এ দুর্ঘটনায় পথচারী সবুজ হাওলাদারও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় আটকে পড়া হেলপারের মরদেহ উদ্ধার করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।