কুমিল্লায় ধর্ষণকাণ্ড
নির্যাতনের আরও একটি ভিডিও ভাইরাল: ওসি

প্রতীকী ছবি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ১৬:৪৬ | আপডেট: ৩০ জুন ২০২৫ | ২০:০৯
কুমিল্লার মুরাদনগরে এক নারীকে তার বাবার বাড়িতে নিপীড়নের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার সকালে ‘তোর বাপেরা আইছে’ নামের ফেসবুক আইডি থেকে ৩ মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। মুরাদনগার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান একথা জানিয়েছেন।
ওসি আজ সোমবার বিকেলে সমকালকে বলেন, ‘ওই নারীকে নির্যাতনের সময় বেশ কিছু ভিডিও ধারণ করা হয়। গ্রেপ্তার চারজনের ফোন জব্দ করা হয়েছে। তবে আগেই সেইসব ভিডিও বিভিন্ন জনের মোবাইল ফোন ও অনলাইনে চলে গেছে। তারই একটি আজ ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের আটক করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছে।'
এদিকে, হিন্দু সম্প্রদায়ের ওই নারীকে নির্যাতনের ঘটনায় প্রেপ্তার চারজনকে আজ আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। কাল মঙ্গলবার এ বিষয়ে শুনানির কথা রয়েছে।
গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীকে নিপীড়নের প্রথম ভিডিও ছড়িয়ে পড়ে। এর আগে গত শুক্রবার ফজর আলী নামে এক ব্যক্তিকে আসামি করে ধর্ষণের মামলা করেন ওই নারী। পরে ফজরসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ফজর ছাড়া অন্য চারজনের বিরুদ্ধে অভিযোগ– তারা ভিডিও অনলাইনে ছড়িয়েছেন। এ অভিযোগে রোববার কুমিল্লার মুরাদনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন ভুক্তভোগী নারী। ওই মামলায় চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন– একই এলাকার আবদুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে আরিফ ও তালেম হোসেনের ছেলে অনিক।
ওসি জাহিদুর রহমান জানান, মারধরে মূল অভিযুক্ত ফজর আলী মারাত্মক আহত হয়েছেন। পুলিশ পাহারায় হাসপাতালে তার চিকিৎসা চলছে।
- বিষয় :
- কুমিল্লা
- ধর্ষণ
- ভাইরাল ভিডিও