‘প্রেমিকার বিয়ের’ খবরে প্রেমিকের আত্মহত্যা

প্রতীকী ছবি
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ১৭:৩১ | আপডেট: ৩০ জুন ২০২৫ | ১৭:৫২
প্রেমিকার বিয়ের খবরে কিশোর প্রেমিক গলায় ফাঁস নিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি তার পরিবারের। আজ সোমবার পাবনার চাটমোহর উপজেলার কুবিরদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম গোলাম রাব্বি (১৫)। সে ওই গ্রামের দিনমজুর রবিউল শেখের ছেলে।
জানা গেছে, আজ সকালে রাব্বি জানতে পারেন, তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে। এমন খবর জানার পর সে নিজ ঘরের দরজা বন্ধ করে গলা ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
নিহত রাব্বির বড় ভাই রিয়াজ শেখ জানান, ‘পাশের গ্রামের একটি মেয়ের সঙ্গে আমার ছোট ভাই রাব্বির প্রেমের সম্পর্ক ছিল। উভয় পরিবার তাদের বিয়েতে সম্মতি দেয়। কিন্তু পরে মেয়ের পরিবার কৌশলে ঢাকায় তাকে এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।’
এ বিষয়ে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস বলেন, ‘ঘটনাটি জানার পরই লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’