ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

দেয়ালচিত্রে হরিজনদের সাহসের গল্প

দেয়ালচিত্রে হরিজনদের সাহসের গল্প

ফাইল ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ২১:৫৭

‘ঘ্রাণ থাকে গন্ধে, বর্ণে নয়’- এ স্লোগান হৃদয়ে ধারণ করে একতার গল্প নিয়ে যাত্রা শুরু ‘দেওয়ালচিত্রে হরিজনদের সাহসের গল্প’। এ আয়োজন শুধু প্রকল্প নয়, এটি সাহসী নারীদের কণ্ঠস্বর, প্রতিবাদের ভাষা এবং পরিবর্তনের প্রতিচ্ছবি। বগুড়ায় দেয়ালচিত্রে হরিজনদের সাহসের গল্প ফুটিয়ে তুললেন আহসানা অঙ্গনা। পাঁচদিনের এই আয়োজন সোমবার বগুড়া শহীদ টিটু মিলনায়তন চত্বরে সন্ধ্যায় শেষ হয়।

কিছুদিন আগেই কলম্বোতে আয়োজিত ‘ফিয়ারলেস অ্যাম্বাসেডরশিপ’ প্রকল্পে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এসেছেন চিত্রশিল্পী আহসানা অঙ্গনা। তিনি এই দেয়ালচিত্রের আয়োজন করেন। তিনি বলেন, কিছুদিন আগেই শ্রীলংকার কলম্বোতে আয়োজিত ‘ফিয়ারলেস অ্যাম্বাসেডরশিপ’ প্রকল্পে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পর দক্ষিণ এশিয়ার নারীদের শিল্পের মাধ্যমে শক্তি ও প্রতিবাদের ভাষা তুলে ধরতে এই উদ্যোগের যাত্রা শুরু। আমরা একসাথে হাঁটতে চাই আমাদের ভেতরের গল্পের পথে, যেখানে প্রতিটি পদক্ষেপ হবে শান্তির, প্রতিটি ছাপ হবে সহযাত্রার। 

এর আগে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ১৫ জন নারী শিল্পীর সঙ্গে আহসানা অঙ্গনা অংশ নেন কলম্বোর এক কর্মশালায়। সেখানে তাদের নিজস্ব জীবনের গল্প, সংগ্রাম ও স্বপ্নের আলোকে স্ব-প্রতিকৃতি আঁকার মাধ্যমে যাত্রা শুরু হয়। এরপর স্থানীয় কমিউনিটির সঙ্গে সংযোগ তৈরি করে, তাদের জীবনের লড়াই ও অভিজ্ঞতা তুলে ধরেন।

আয়োজনের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর এটিএম রেজাউল হক। অন্যান্য অতিথি ছিলেন সোনালী ব্যাংক আঞ্চলিক শাখা বগুড়ার ডিজিএম রাশেদুল ইসলাম,গবেষক ও লেখক নন্দিনী লুইজা, শ্রীলংকার ফটোগ্রাফার মি: রুবিন, হরিজন ঐক্য পরিষদের নিরোধ রাম, বগুড়ার হরিজন নেতা দীপক, নয়ন প্রমুখ।

আরও পড়ুন

×