পুলিশ কমিশনারের পদত্যাগ ও মেলা
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সংগঠনগুলো বিবাদে

বৃহস্পতিবার বিকেকে কেএমপির সামনে সড়ক অবরোধ ও সড়কে টায়ারে জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা। ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ০১:১৩ | আপডেট: ০১ জুলাই ২০২৫ | ০১:২১
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগ এবং মাসজুড়ে মেলার আয়োজন নিয়ে বিবাদে জড়িয়েছে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সংগঠনগুলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী ও নগর সদস্য জহুরুল তানভীরের নেতৃত্বে একটি অংশ গত বৃহস্পতিবার থেকে পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলন করছে। তাদের অনুসারীরা জুলাই অভ্যুত্থান উপলক্ষে মাসজুড়ে প্রদর্শনী ও মেলার অনুমতি আদায়ে গত রোববার খুলনার জেলা প্রশাসকের কক্ষে চার ঘণ্টা অবস্থান করেন।
এদিকে, এসব দাবির বিপক্ষে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক আল শাহরিয়ারসহ সমমনা সংগঠনের নেতারা। গতকাল সোমবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে
তারা বলেছেন, জুলাই উদযাপনের সঙ্গে মেলা আর পুলিশ কমিশনারের পদত্যাগের আন্দোলনের সঙ্গে তাদের সম্পর্ক নেই। বিশেষ মহলের প্ররোচনায় এই আন্দোলন হচ্ছে।
পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি ওঠে গত ২৪ জুন। ওই দিন পুলিশের এসআই সুকান্ত দাশকে মারধর করে খানজাহান আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। সুকান্তের বিরুদ্ধে মামলা থাকার পরও রাতে তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এর প্রতিবাদ ও সুকান্তকে গ্রেপ্তার দাবিতে বুধবার কেএমপি সদরদপ্তর ঘেরাও করে আন্দোলন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সমমনা সব সংগঠন। ২৪ ঘণ্টার মধ্যে সুকান্তকে গ্রেপ্তার করা না হলে কেএমপি কমিশনারের পদত্যাগের দাবি জানান।
বৃহস্পতিবার সকালেই সুকান্তকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরে আন্দোলন থেকে ফিরে যায় বড় একটি অংশ। কিন্তু বৃহস্পতিবার থেকে ‘খুলনার সাধারণ ছাত্র-জনতা’র ব্যানারে পুলিশ কমিশনারের পদত্যাগ
দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাপ্পী-তানভীরের অনুসারীরা। সোমবার বিকেলেও তারা কেএমপি সদরদপ্তরের সামনে বিক্ষোভ করেন। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী অংশ নেন।
এদিকে, খুলনা নগরীর শিববাড়ী মোড়ের জিয়া হল প্রাঙ্গণে মেলার আয়োজন বন্ধের দাবিতে খুলনা জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে গতকাল সোমবার সকালে স্মারকলিপি দিয়েছে ইমাম পরিষদ।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান, মাওলানা মুশফিকুর রহমান, মাওলানা আনোয়ারুল আজম, মোল্লা মিরাজুল হক প্রমুখ।
- বিষয় :
- পদত্যাগ