ঘরে ঢুকে প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, পরে আত্মহত্যা

ঘটনাস্থলে স্বজনরা
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ১৮:১০ | আপডেট: ০১ জুলাই ২০২৫ | ১৮:১১
ময়মনসিংহ নগরীতে প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর পাশের কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাকিবুল করিম নামে এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। আজ মঙ্গলবার ভোরে নগরীর গুলকীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রওশন আক্তার (৪২) ও তার সাবেক স্বামী রাকিবুল করিম (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রওশন আক্তার (৪২) তার মেয়েকে নিয়ে গুলকীবাড়ি এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তার বাবার বাড়ি নেত্রকোনা সদরের রাজুর বাজার এলাকায়। ওমানপ্রবাসী রাকিবুল করিম (৫০) ছিলেন রওশন আক্তারের প্রাক্তন স্বামী। এই দম্পতির দুটি মেয়ে রয়েছে। তাদের মধ্যে বড় মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবং ছোট মেয়ে ময়মনসিংহ নগরীর একটি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেন। পারিবারিক কলহের জেরে প্রায় তিন মাস আগে রওশন আক্তার তার স্বামী রাকিবুলকে তালাক দেন। আজ মঙ্গলবার ভোরে রাকিবুল করিম প্রাক্তন স্ত্রী রওশন আক্তারের ভাড়া বাসায় ঢুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এ সময় তাদের ছোট মেয়ে ভয়ে অন্য কক্ষে চলে যায়। রওশন আক্তারকে হত্যার পর রাকিবুল নিজেই বাসার অপর একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন জানান, ২৪ জুন রাকিবুল করিম ওমান থেকে দেশে ফেরেন। প্রায় তিন মাস আগে তার স্ত্রী তাকে তালাকপ্রাপ্ত দেন। আজ বাসায় ঢুকে প্রথমে রওশনকে হত্যা করেন এবং এরপর নিজের জমিজমার দলিলপত্র মেয়েকে বুঝিয়ে দিয়ে নিজেও আত্মহত্যা করেন। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।