ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাবেক মন্ত্রী এমএ মান্নানের সহধর্মিণী নুর মেহের আর নেই

সাবেক মন্ত্রী এমএ মান্নানের সহধর্মিণী নুর মেহের আর নেই

নুর মেহের মান্নান

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ জুলাই ২০২০ | ০০:২৮ | আপডেট: ৩০ জুলাই ২০২০ | ০০:৫২

সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এমএ মান্নানের সহধর্মিণী নুর মেহের মান্নান ইন্তকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বুধবার রাত আড়াইটার দিকে নগরীর দামপাড়াস্থ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

নুর মেহের মান্নান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি ছয় ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আসর নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে সমকালকে জানিয়েছেন মরহুমার ছেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ টিপু।

আরও পড়ুন

×