ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গাঁজা উদ্ধারের পর আত্মসাৎ, এসআই ক্লোজড

গাঁজা উদ্ধারের পর আত্মসাৎ, এসআই ক্লোজড

উপপরিদর্শক হানিফ সরকার

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০ | ১০:৩৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ | ১০:৫৫

কিশোরগঞ্জের ভৈরবে একটি যাত্রীবাহী বাস থেকে গাঁজা উদ্ধারের পর সেগুলো আত্মসাৎ করেন ভৈরব থানায় কর্মরত উপপরিদর্শক হানিফ সরকার। গত সোমবারের ওই ঘটনায় মঙ্গলবার তাকে ক্লোজ করে কিশোরগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়েছে। 

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভৈরব থানার ওসি মো. শাহিন বলেন, গত সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব শহরের নাটাল মোড় এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন একটি গাঁজার ব্যাগ উদ্ধার করেন এসআই হানিফ। পরে তিনি গাঁজার ব্যাগ থানায় জমা না দিয়ে বিষয়টি গোপন করেন। পুলিশ সুপার গোপন সূত্রে খবরটি জেনে যান। তাৎক্ষণিক আমাকে ঘটনাটি অবহিত করা হয়। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়ে দেড় কেজি গাঁজা জব্দ দেখিয়ে এসআই হানিফের বিরুদ্ধে থানায় জিডি করি।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, পুলিশ অপরাধ করলে ছাড় নেই। তাকে প্রাথমিক শাস্তি হিসেবে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্ত করার পর অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

×