ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু

চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯ | ০৩:২২ | আপডেট: ০৬ অক্টোবর ২০১৯ | ০৩:২৭

চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপর দেড়টার দিকে শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অহিদা বেগম (৬৫), তার মেয়ে রেহানা বেগম (৩৫) এবং রেহেনার ছেলে সাব্বির (১৪) ও মেয়ে সামিয়া (১০)।

স্থানীয়রা জানায়, নিহতদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়। তারা চাঁদপুরে ঘুরতে এসেছিলেন। তাদের মৃতদেহ চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

নিহত অহিদার বেগমের মেয়ে শাহিদা জানান, তার মা, বোন ও ভাগ্নে-ভাগ্নি চাঁদপুর তিন নদীর মিলনস্থল বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে আসেন। দুপুর দেড়টার দিকে আকস্মিক বজ্রপাতের পর স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ঝলসানো দাগ রয়েছে।


আরও পড়ুন

×