ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফরিদপুর

নবনির্বাচিত পৌর মেয়র-কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এ. কে. আজাদের

নবনির্বাচিত পৌর মেয়র-কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এ. কে. আজাদের

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ফরিদপুর পৌরসভা নির্বাচনে জয়ী মেয়র অমিতাভ বোসসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা- সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০ | ০৯:০০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ | ০৯:২৯

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ. কে. আজাদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ফরিদপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী মেয়র অমিতাভ বোসসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা।

শুক্রবার দুপুরে শহরের ঝিলটুলীতে এ. কে. আজাদের বাড়ির চত্বরে নিজেদের প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম নিরু, মনিরুল হাসান মিঠু, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভী মাসুদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় আগত নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্যে এ. কে. আজাদ দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, যারা নির্বাচিত হয়েছেন, তাদের এখন থেকে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেল। আপনাদের আচরণ ও কর্মকাণ্ড জনকল্যাণমুখী হলে মানুষ যেভাবে আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ঠিক তেমনি আবার নির্বাচিত হবেন।

আরও পড়ুন

×