বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে বিচারকদের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে বিচারকদের মানবন্ধন- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০ | ০৫:১৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ | ০৬:৪৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিচারকরা। শনিবার সকালে নগরের দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সামনের সড়কে 'জাতির পিতার সম্মান, রাখব আমরা অম্লান' স্লোগানে 'বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম জেলা কমিটির ব্যানারে মানববন্ধন করেন তারা।
এরপর সেখান থেকে মিছিল নিয়ে তারা জেলা শিল্পকলা একাডেমিতে যান। সেখানে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেন। এ কর্মসূচিতে চট্টগ্রাম জেলা, মহানগর ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বিভিন্ন আদালতের বিচারকরা অংশ নেন।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান বলেন, বিচারক হলেও আমরা মানুষ। তাই আজ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, যখন জাতির পিতার ভাস্কর্য ভাঙা হচ্ছে। পরে শিল্পকলা একাডেমির প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, গত কয়েকদিনে দেশে একটা ন্যাক্কারজনক উদ্যোগ ও তার প্রতিক্রিয়া দেখেছি আমরা। যেটা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মতো ধৃষ্টতা দেখিয়েছে একটি মৌলবাদী চক্র। এ ধরনের প্রতিক্রিয়াশীল চক্র পৃথিবীর যে দেশেই কিছু উদ্যোগ নিয়েছে, তারা শুধু দেশের নয় ইসলামের ক্ষতি করেছে সবচেয়ে বেশি। তারা জানে না, তাদের জানা কত কম।
তিনি বলেন, যখন খুব ছোট ছিলাম, দেখতাম, এলাকায় যারা দুষ্টু ছিল, বাবা-মা বলত মাথা ঠান্ডা করার জন্য মাদ্রাসায় দাও। এই করতে করতে মাদ্রাসা লাইনটা আমরা শেষ করে ফেলেছি। আমরা আমাদের মেধাবী সন্তানদের এখানে দিই না। এ কারণে এখন যাদের পাচ্ছি, তারা ক্ষতি ছাড়া কোনো উপকার করছে না।
চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন বলেন, বিচারকরা একইসঙ্গে বিচারক, তারা বিচার করবেন এবং একইসঙ্গে দেশের নাগরিক। নাগরিক হিসেবে বিচারকের একটি দায়িত্ব আছে, এই প্রতিবাদ মিছিলে শামিল হওয়ার। চট্টগ্রামের ১০০ বিচারক আজকের এই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন। তারা দেশ এবং জাতিকে জানাতে চাচ্ছেন, বিচারকেরা শুধু বিচার করেন না, তারা প্রতিবাদ মিছিলেও অংশ নিতে জানেন। জাতির পিতার প্রশ্নে বিচারকদের সামনে কোনো আপস নেই। সংবিধান জাতির পিতার এই সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের দায়িত্ব দিয়েছে।
এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সরকারি কর্মকর্তা-কর্মচারী আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন প্রমুখ।