ফরিদপুরে বর্ষ বিদায়ের ব্যতিক্রমী উদ্যোগ
বেদে পল্লীতে আর্ট ক্যাম্প

ফরিদপুর অফিস
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০ | ০৮:৫৯
বছরের শেষ দিন তথা থার্টি ফার্স্টে পুরোনো বছরকে বিদায় জানাতে বিশ্বজুড়ে করা হয় নানা আযোজন। ফরিদপুরের শিল্পমনস্ক একদল তরুণ দিনটিকে একটু ভিন্নভাবে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেন।
শহরতলীর মুন্সির বাজারের পাশে আদর্শলিপি বেদে পল্লীতে দিনভর ছবি এঁকে তাদের শিশুদের সঙ্গে হৈ হুল্লোর করে সময় কাটান তারা।
'শেষ ভালো যার সব ভালো তার, তুলির আঁচড়ে গড়ি সমাজের সুন্দর' বিষয়কে প্রতিপাদ্য করে যাযাবর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বর্ষ বিদায়ের ব্যতিক্রমী আয়োজনটিতে যুক্ত হন ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আলতাফ হোসেন, ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর, প্রফেসর রেজভী জামান, ভাস্কর এজাজ এ কবীর এবং আয়োজক দিলশাদ শিমুলসহ ১২ জন চিত্রশিল্পী।
তারা অবহেলিত এই জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাত্রার চিত্র ক্যানভাসে তুলে আনার চেষ্টা করেন রঙ ও তুলির আঁচড়ে।
- বিষয় :
- থার্টি ফার্স্ট
- বর্ষ বিদায়