ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফলন আসা সব গাছ কেটে দিল দুর্বৃত্তরা

ফলন আসা সব গাছ কেটে দিল দুর্বৃত্তরা

গোড়া কেটে দেওয়া গাছগুলো নুইয়ে পড়েছে -সমকাল

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:০৬

নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে বাহাউদ্দীন মোল্লা নামে এক কৃষকের ১৫ শতাংশ জমিতে রোপন করা সবজি বাগানে ফলন আসা লাউ ও মিষ্টি কুমড়ার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 

সোমবার রাতের কোনো এক সময় উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। 

কৃষক বাহাউদ্দীন মোল্লা বলেন, আমার বাড়ির পাশে ১৫ শতাংশ একটি পুকুর পাড়ে সবজি বাগান করি। এরই মধ্যে গাছগুলো ফলন উপযোগী হয়েছিল। সোমবার সকালে পরিবারসহ আমি বেড়াতে যাই। সেখান থেকে বাড়িতে এসে মঙ্গলবার বিকেলে দেখি কে বা কারা আমার বাগানের সব গাছ কেটে দিয়েছে। 

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী চাচাতো ভাইয়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছেন তিনি। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে। 

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি।


আরও পড়ুন

×