ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত আশ্রাফ আলী

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২১ | ০৭:৫৪

পটুয়াখালীর দশমিনায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। মঙ্গলবার বিকেলে উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আদমপুর এলাকার মৌজে আলীর বখাটে ছেলে ফয়সাল হোসেন (২৩) দীর্ঘদিন একই এলাকার আশ্রাফ আলীর মেয়েকে (১৯) উত্তক্ত করেন। বখাটে ফয়সালের উত্ত্যক্তের কারণে ৪-৫ মাস আগে মেয়েকে বিয়ে দেন আশ্রাফ আলী। বিয়ের পরেও বখাটে ফয়সাল তার মেয়েকে উত্ত্যক্ত করতে থাকলে প্রতিবাদ করেন আশ্রাফ আলী। এতে ক্ষিপ্ত ফয়সাল তার বন্ধুদের সঙ্গে নিয়ে মঙ্গলবার বিকেলে আদমপুর বাজারে আশ্রফ আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আশ্রাফ আলীকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বখাটেদের বিরুদ্ধে মামরার প্রস্তুতি চলছে বলে জানায় আশ্রাফ আলীর পরিবার।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×