সিরাজগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২১ | ০৩:২৪
সিরাজগঞ্জের কামারখন্দে নূরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার চর বড়ধুল গ্রামে এ ঘটনা ঘটে। এসময় নূরুল ইসলামের একটি গরুও মারা যায়। নিহত নূরুল একই গ্রামের মোহাম্মদ ইয়াহিয়ার ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রাকিবুল হুদা জানান, সকাল ছয়টার দিকে নূরুল ইসলাম গোয়ালঘর থেকে গরু বের করে বাড়ির উঠানে নিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে নূরুল ও তার গরু একসঙ্গেই মারা যায়।
- বিষয় :
- বজ্রপাতে মৃত্যু
- সিরাজগঞ্জ
- কামারখন্দ