ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হাসপাতালে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী

হাসপাতালে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনায়েদ বাবুনগরী (ফাইল ছবি)

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২১ | ০০:৩৬ | আপডেট: ১৯ আগস্ট ২০২১ | ০১:৩৪

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনায়েদ বাবুনগরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উচ্চ রক্তচাপজনিত কারণে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ভর্তি করা হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রীস সমকালকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কয়েকদিন আগেও নিয়মিত চেক আপে সবকিছু ঠিক ছিল। তবে বৃহস্পতিবার সকালে উচ্চ রক্তচাপের কারণে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাকে বেলা ১২টার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে তাকে ভর্তি করা হয়। তিনি সিএসসিআরে ডাক্তার ইব্রাহিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, ৭৩ বছর বয়সী জুনায়েদ বাবুনগরী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন।

আরও পড়ুন

×