বাংলাদেশে সম্প্রীতি চায় যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

রোববার দুপুরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় বেক্সিমকো পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন ব্রিটিশ হাইকমিশনার। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১ | ১০:১০ | আপডেট: ২৪ অক্টোবর ২০২১ | ১০:১০
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চায় যুক্তরাজ্য। এ দেশে সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ ও অসাম্প্রদায়িক পরিবেশে শান্তিতে বসবাস করুক- এটিই তাদের প্রতাশ্যা।
রোববার দুপুরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় বেক্সিমকো পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ব্রিটিশ হাইকমিশনার এর আগে পিপিই ও মাস্ক তৈরির গুণগত মান ঠিক রাখার জন্য বিশ্বের অন্যতম ইন্টারটেক ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা চাই ১৯৭২ সালের সংবিধান মেনেই সরকার দেশ পরিচালনা করবে। সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করবে। সম্প্রতি সাম্প্রদায়িক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ায় যুক্তরাজ্য সরকার সন্তোষ প্রকাশ করেছে।
বেক্সিমকো পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে রবার্ট চ্যাটারটন বলেন, বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী। তাদের সুযোগ-সুবিধা দিলে কাজের মান আরও ভালো হবে। এ দেশে উৎপাদিত পণ্যের চাহিদা সারাবিশ্বে বাড়বে।
রোববার সকালে চার সদস্যের ব্রিটিশ প্রতিনিধি দল বেপিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পৌঁছায়। তাদের কাছে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য হাসপাতাল গ্রেড গাউন, সার্জিক্যাল মাস্ক, রেসপিরেটর ও নন-ওভেন কাপড় তৈরির উৎপাদন সুবিধা তুলে ধরেন বেপিমকো গ্রুপের সিইও সৈয়দ নাভেদ হোসেন। সেখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও পিপিই পার্ক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন চ্যাটারটন।
এ সময় উপস্থিত ছিলেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ছিলেন তার স্ত্রী তেরেসা আলবর, ব্রিটিশ হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ প্রধান ডেরেক গ্রিফিথস, হাইকমিশনের শাসন ও রাজনৈতিক দলের প্রধান টম বার্জ।