ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আগামী সংসদ নির্বাচনে ওবায়দুল কাদেরকে লাল কার্ড দেখাব: কাদের মির্জা

আগামী সংসদ নির্বাচনে ওবায়দুল কাদেরকে লাল কার্ড দেখাব: কাদের মির্জা

কাদের মির্জা। ফাইল ছবি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৩৯ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৪৫

নোয়াখালীর বসুরহাটের পৌর মেয়র আবদুল কাদের মির্জা তার বড় ভাই ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জের ভোটারদের লাল কার্ড দেখিয়েছেন। আমরা আগামী সংসদ নির্বাচনে আপনাকে লাল কার্ড দেখাব। আপনি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন। আপনার ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।

বুধবার বসুরহাট পৌরসভা মিলনায়তনে ইউপি নির্বাচন পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের কমিটির সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মো. ইউনুছ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।

কাদের মির্জা অভিযোগ করে বলেন, ওবায়দুল কাদের ও তার স্ত্রী ইশরাতুন্নেছা কাদের তাদের ভাগ্নেদের জেতানোর জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন। অথচ আমরা সারা বছর কষ্ট করে ফসল ঘরে তুলতে পারিনি। ওবায়দুল কাদের ২০১৮ সালে নির্বাচনের আগের রাতে যেভাবে ভোট নিয়েছেন, এবারও সেভাবে চরফকিরা ইউনিয়ন ও রামপুর ইউনিয়নে দুই ভাগ্নেকে (রাইসুল হক কচি ও সিরাজী সালেকীন রিমন) জেতানোর জন্য নির্বাচনের আগের দিন রাতে ভোট নেওয়ার ব্যবস্থা করেছেন।

কাদের মির্জা আরও বলেন, দলের লোকজন আমাদের সঙ্গে বেইমানি করেছে, সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দীন পলাশ ও চরএলাহীর নেতা আবদুল গণি জামায়াতের সঙ্গে আঁতাত করেছেন। তাদের দল থেকে বের করে দেওয়া হবে।


আরও পড়ুন

×