ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আদালতের নির্দেশ

দাফনের ৯ মাস পর উঠানো হলো শিশুর লাশ

দাফনের ৯ মাস পর উঠানো হলো শিশুর লাশ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ০৫:৪৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ০৫:৪৮

কুমিল্লার লাকসামে দাফনের ৯ মাস পর ফয়সাল আহমেদ ফাহিমের (১০) নামে এক শিশুর লাশ কবর থেকে উঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে উপজেলার পশ্চিমগাঁও মিয়াঁপাড়া এলাকা থেকে সিআইডির উপস্থিতিতে তার লাশ উঠানো হয়।

নিহত ফয়সাল আহমেদ ফাহিম ওই এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি পরিদর্শক শাহীন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ২০২১ সালের ২৮ মে রাতে নিজ ঘর থেকে শিশু ফয়সালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন ফয়সালের মা তার নানার বাড়িতে ছিলো। সন্ধ্যার পর বাবা ইউনুস মিয়াও বাড়িতে ছিলেন না। রাত ৯টার দিকে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে প্রতিবেশীরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ঘটনায় শিশু ফয়সালের মা পারভীন আক্তার বাদী হয়ে ৫ জনকে আসামি করে কুমিল্লার আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে সিআইডি পরিদর্শক মো. শাহীন মিয়া জানান, ঘটনার মূল রহস্য উদঘাটনে সিআইডি পুনারায় ফয়সালের লাশ উত্তোল করে ময়নাতদন্তের জন্য আদালতের কাছে আবেদন করে। এর প্রেক্ষিতে আদালত অনুমতি দিলে দুপুরে তার লাশ উত্তলন করে ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।


এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান রাসেল, সিআইডি উপ-পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক আলতাফ হোসেন ও লাকসাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×