ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কাদের মির্জা বললেন, চালক বলরাম হত্যার সঙ্গে ওসি জড়িত

কাদের মির্জা বললেন, চালক বলরাম হত্যার সঙ্গে ওসি জড়িত

আবদুল কাদের মির্জা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২২ | ১২:০০ | আপডেট: ০১ মার্চ ২০২২ | ১২:০০

নোয়াখালীর বসুরহাটের পৌর মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, 'আমি শতভাগ নিশ্চিত- কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন ব্যাটারিচালিত অটোরিকশাচালক বলরাম মজুমদারকে হত্যা করেছেন। সাংবাদিক মুজাক্কিরকে হত্যা করা হয়েছে প্রশাসনের ছত্রছায়ায়। ৯ মার্চ রাতে আমার পৌরসভা কার্যালয়ে পুলিশ ও অপশক্তিরা মিলে গুলি করেছে। সে সময় চর ফকিরার সিএনজিচালিত অটোরিকশাচালক আলাউদ্দিনকে হত্যা করা হয়। এসব অপকর্মের সঙ্গে নোয়াখালীর এসপি, কোম্পানীগঞ্জ থানার ইউএনও এবং ওসি জড়িত। এখন সময় এসেছে প্রশাসনের বিরুদ্ধে নারী-পুরুষ সবাইকে রাস্তায় নেমে আন্দোলন করার।'

মঙ্গলবার সকালে সরকারি মুজিব কলেজের ছাত্রী শাহনাজ পারভীন প্রিয়তাকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা আরও বলেন, 'ওসি সাজ্জাদ খুনি, খুনির কাছে খুনের বিচার চেয়ে লাভ নেই। নোয়াখালীর এসপি হত্যাকারীদের পৃষ্ঠপোষক, তাদের কাছে বিচার চেয়ে লাভ নেই।'

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ চৌধুরী বাবুল, বামনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন, সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ প্রমুখ।

আরও পড়ুন

×