ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নির্বাচনের তপশিল ঘোষণার পরিবেশ আছে: ইসি সচিব

নির্বাচনের তপশিল ঘোষণার পরিবেশ আছে: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩ | ১৫:২৪ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ | ১৫:৫৪

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনে বদ্ধপরিকর ইসি। নির্বাচনের তপশিল ঘোষণার মতো পরিবেশ সম্পূর্ণরূপে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এ বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বারবার বলেছেন।

বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, রেওয়াজ অনুযায়ী তপশিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার এ সাক্ষাতের সূচি রয়েছে। রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতির বিষয়ে অবহিত করবে কমিশন। এ বিষয়ে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তা শুনবে কমিশন।

ইসি সচিব বলেন, নভেম্বর মাসের প্রথমার্ধের যেকোনো দিন তপশিল ঘোষণা হতে পারে। নির্বাচনের তপশিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। তবে এ সংক্রান্ত সভা এখনও অনুষ্ঠিত হয়নি বলে জানান তিনি।

আরও পড়ুন

×