কাজী নজরুলকে 'জাতীয় কবি' ঘোষণার গেজেট প্রকাশে রুল

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২২ | ০৯:৫৬ | আপডেট: ২০ জুলাই ২০২২ | ০৯:৫৬
কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে 'জাতীয় কবি' ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি জারি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক এবং নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালককে আগামী ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী আসাদ উদ্দিন গত ২২ জুন হাইকোর্টে জনস্বার্থে এ রিট আবেদনটি জমা দেন। তিনি বলেন, দেশের সব নাগরিক জানলেও কবি কাজী নজরুল ইসলাম যে জাতীয় কবি, তার আনুষ্ঠানিকভাবে দালিলিক কোনো স্বীকৃতি নেই।
ওই রিট আবেদনে আরও বলা হয়, ১৯২৯ সালের ১৫ ডিসেম্বর কাজী নজরুল ইসলামকে বাংলার মানুষের পক্ষ থেকে কলকাতার অ্যালবার্ট হলে সংবর্ধনা দেওয়া হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু ও শেরেবাংলা এ কে ফজলুল হকসহ অনেক বিশিষ্ট ব্যক্তি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে কাজী নজরুল ইসলামকে জাতীয় সম্মাননা দেওয়া হয়েছিল।
রিট আবেদনে বলা হয়, দেশে ১৯৮৭ সাল থেকে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও এ বিষয়ে কোনো সরকারি বা রাষ্ট্রীয় স্বীকৃতি নেই।