ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মুক্তিযুদ্ধ জাদুঘরে আলোচনায় ওফেলিয়া লিয়ঁ

স্মৃতির যে বিশাল শক্তি আছে তা কেউ মুছে দিতে পারে না

স্মৃতির যে বিশাল শক্তি আছে তা কেউ মুছে দিতে পারে না

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ | ০০:৫২

যেসব দেশে গণহত্যার মতো নৃশংসতা ঘটেছে, সেসব দেশের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে স্মৃতি সংরক্ষণ, স্মৃতি আহরণ ও স্মৃতির উপস্থাপনা। স্মৃতির যে বিশাল শক্তি আছে, তা কেউ মুছে দিতে পারে না। মুক্তিযুদ্ধ জাদুঘরের ১৯৭১ সালের গণহত্যা স্মৃতি সংরক্ষণের প্রচেষ্টার সাধুবাদ জানিয়ে কথাগুলো বলেন ইন্টারন্যাশনাল কমিটি ফর মেমোরিয়াল মিউজিয়ামস ইন রিমেমব্রেন্স অব দ্য ভিকটিমস অব পাবলিক ক্রাইমস (আইসিএমইএমও) এর সাবেক চেয়ারপারসন ওফেলিয়া লিয়ঁ।

আন্তর্জাতিক গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার জাদুঘর মিলনায়তনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ জাদুঘর ৯ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিজয় উৎসব ২০২২-এর বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। প্রথম দিনে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ দিবসে মুক্তিযুদ্ধ জাদুঘর বিশেষ এ আলোচনা ও নাট্য-প্রদর্শনীর আয়োজন করে।

ওফেলিয়া বলেন, গণহত্যা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে জাদুঘরের গুরুত্ব অনেক। জাদুঘর একটি দেশের ইতিহাসের ধারক ও সমাজ পরিবর্তনের মোক্ষম পন্থা। আর ভাষা যে কোনো দেশের আত্মপরিচয়ের মূল প্রতীক, যা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী বাংলাদেশে গণহত্যার মধ্য দিয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তিনি বলেন, গণহত্যা স্মৃতি জাদুঘরের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার জাদুঘর স্থাপন করাও প্রয়োজন। বৈশ্বিক পরিমণ্ডলে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, 'আসুন হত্যা বন্ধ করি।'

সূচনা বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আসাদুজ্জামান নূর একাত্তরে পাকিস্তান হানাদার বাহিনীর বাংলাদেশে নৃশংস গণহত্যার চিত্র তুলে ধরেন।
ট্রাস্টি মফিদুল হক বলেন, আমাদের অনেক দায়বদ্ধতা আছে। দায় মোচন করার চেষ্টা করছি।

আলোচনা শেষে অনুষ্ঠানে সেলিম আল দীন রচিত ও নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত নাটক 'নিমজ্জন' পরিবেশন করে ঢাকা থিয়েটার।

আরও পড়ুন

×