ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দেশে প্রথমবার হচ্ছে জাতীয় পরিবেশ অলিম্পিয়াড

দেশে প্রথমবার হচ্ছে জাতীয় পরিবেশ অলিম্পিয়াড

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয় - সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩ | ১৬:১৯ | আপডেট: ১৩ জুলাই ২০২৩ | ১৬:১৯

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এমটিবি জাতীয় পরিবেশ অলিম্পিয়াড। বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির (বিপিএস) আয়োজনে আগামী ২৯ জুলাই থেকে এই অলিম্পিয়াড শুরু হবে।

বৃহস্পতিবার এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বিপিএস। এতে অলিম্পিয়াড আয়োজন নিয়ে নানা তথ্য তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে বিপিএস পরিচালক (শিক্ষা ও পেশাগত উন্নয়ন) এফ এম আশরাফুল আলম জানান, আগামী ২১ জুলাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের নিয়ে ২৯ জুলাই রাজধানীর আগারগাঁওয়ের ইনস্টিটিউট অব আর্কিটেকচার বাংলাদেশে অনুষ্ঠিত হবে জাতীয় অলিম্পিয়াড। একই দিন বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং পুরস্কার বিতরণ করা হবে। দেশের বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। সোসাইটি প্রদত্ত নির্দিষ্ট লিঙ্ক (https://forms.gle/QAiMC6frUKxTuvpk9) থেকে ১৯ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ২৮টি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে আঞ্চলিক পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সেরা তিনজন চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হবেন। ২৯ জুলাই তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এতে বিদ্যমান পরিবেশগত সমস্যার কীভাবে সমাধান করা সম্ভব এ নিয়ে প্রশ্ন করা হবে। সৃজনশীল উত্তরগুলো পরিবেশ সোসাইটির মাসিক ‘নিউজলেটার’-এ স্থান পাবে। এ ছাড়া প্রতি বছর ৫ জুন সংগঠনের একটি ম্যাগাজিন বের হয়। উত্তরগুলো সেখানেও প্রকাশ করা হবে। অলিম্পিয়াডে বেশ কয়েকটি বিষয়ের ওপর প্রশ্ন করা হবে। সেগুলো হলো- বিশ্ব পরিবেশ দিবস (১৯৭২-২০২৩), রিও আর্থ সামিট, জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সংস্থা, বাংলাদেশে প্রচলিত পরিবেশ আইন ও নীতিমালা, নবায়নযোগ্য শক্তি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, ব্লু-ইকোনমি ও ক্লাইমেট স্মার্ট সিটি, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বাংলাদেশ, পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ-বায়ু, পানি, নদী, শব্দ, প্লাস্টিক এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিবেশগত হুমকি ও গৃহীত পদক্ষেপ।

আরও পড়ুন

×