টানা ৬ দিনের ছুটি মিলতে পারে ঈদে

বাংলাদেশ সচিবালয় (ফাইল ফটো)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৪ | ২১:০১ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ | ১২:৩৬
ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ থেকে ছয় দিনের ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। মঙ্গলবার শুরু হওয়া রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল, বৃহস্পতিবার।
ঈদের দিন সাধারণত ছুটি থাকে। এর আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সে হিসেবে ১০ থেকে ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) হবে ঈদুল ফিতরের ছুটি। পরদিন ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। ১৪ এপ্রিল রোববার বাংলা নববর্ষের ছুটি।
তবে রমজান মাস ২৯ দিনে হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল, বুধবার। সে ক্ষেত্রে ঈদের ছুটি শুরু হতে পারে ৯ এপ্রিল মঙ্গলবার থেকে।
সে ক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ছয় দিন ছুটি পাবেন।
- বিষয় :
- রমজান
- ঈদের ছুটি
- সরকারি চাকরিজীবী