প্রফেসর এস এম ফরহাদ বৃত্তি পেলেন ফরিদপুরের ৫ শিক্ষার্থী

তেজগাঁওয়ে হা-মীম গ্রুপের কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪ | ২২:৪১
ফরিদপুর জেলা থেকে ২০২২ ও ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ কৃতী শিক্ষার্থীকে প্রফেসর এস এম ফরহাদ স্কলারশিপ দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে হা-মীম গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। প্রফেসর এস এম ফরহাদ স্কলারশিপ পরিচালনা পরিষদ এ আয়োজন করে।
২০১৯ সাল থেকে ফরিদপুর জেলার এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী এক ছাত্র ও এক ছাত্রীকে প্রতি বছর এ মেধাবৃত্তি দেওয়া হয়। করোনাসহ বিভিন্ন কারণে গত দুই বছরের বৃত্তি এবার একসঙ্গে দেওয়া হয়েছে। ২০২২ সালে বৃত্তি পেয়েছেন নীলাঞ্জনা ফারজানা স্বর্ণালী ও খোন্দকার শাদমান সাকিব। ২০২৩ সালে পেয়েছেন সিরাজুম মুনিরা, আরাফ শেখ ও সাচিত শুভ্র বাড়ই। আরাফ ও শুভ্র সমান নম্বর পাওয়ায় দু’জনকেই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা, সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়।
স্কলারশিপ পরিচালনা পরিষদের সভাপতি মো. রেজাউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন স্কলারশিপ পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা ড. রানা চৌধুরী, প্রফেসর ফরহাদের বড় ভাই শাহ মুরাদ, রাজেন্দ্র কলেজের প্রাক্তন শিক্ষক এম এ সামাদ, ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক রমা সাহা, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ ফজলুল হক খান, ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক আফরোজা বানু ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম।
স্বাগত বক্তব্য দেন স্কলারশিপ পরিচালনা পরিষদের সচিব ইঞ্জিনিয়ার মো. সাইদুর রহমান। প্রফেসর এস এম ফরহাদের জীবন ও কর্ম তুলে ধরেন তাঁর ছেলে এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ফয়সাল মোহাম্মদ শাহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমকালের প্রকাশক ও প্রফেসর এস এম ফরহাদ স্কলারশিপ পরিচালনা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ বলেন, ‘এস এম ফরহাদ স্যার প্রতিভাবান শিক্ষক ছিলেন। তাঁর অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। তাঁর আদর্শের কথা সবার মাঝে তুলে ধরতে হবে।’ জেলার স্কুল-কলেজের অধ্যক্ষদের উদ্দেশে এ. কে. আজাদ বলেন, ‘আপনারা একটা পরিকল্পনা দিন, আমরা শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করার কথা ভাবব।’
অনুষ্ঠানের শুরুতে প্রফেসর এস এম ফরহাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মৃত্যুর আগে এস এম ফরহাদের দেওয়া এক ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
- বিষয় :
- ফরিদপুর
- এ. কে. আজাদ
- স্কলারশিপ