প্রযোজক রূহানের মৃত্যু নিয়ে রহস্য

মাসুদুল মাহমুদ রূহান। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৪ | ২২:১৪
তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রূহানের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। কীভাবে মানুষ আত্মহত্যা করে সেই প্রশ্ন খুঁজত। আর কী এমন কারণে নিজেই সেই পথ বেছে নিলেন, সেই উত্তর খুঁজে চলেছে পরিবার, সহপাঠী ও সহকর্মীরা। প্রথম বিয়ের কয়েক মাসের মধ্যে বিচ্ছেদ হয় রূহানের। পরে ২০২০ সালে সম্পর্ক করে বিয়ে করেন শামু আজাদ নামে এক তরুণীকে। ওই বিয়ের অনুষ্ঠানেই স্ট্রোক করে মারা যান রূহানের মা।
গত বুধবার রাতে মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে রূহানের লাশ উদ্ধার করে পুলিশ। ছেলের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন তাঁর বাবা জোবাইদুল ইসলাম মুকুল।
শুক্রবার রূহানের বাবা কান্নাজড়িত কণ্ঠে সমকালকে বলেন, ‘কোনোদিন ছেলের বাসায় যাওয়া হয়নি আমার। প্রতিদিন ফোনে কথা হতো। এছাড়া স্ত্রীকে নিয়ে কোনো অশান্তির কথা রূহান আমাকে বলেনি। আমার এক ছেলে আর এক মেয়ে। বিয়ের পর থেকেই ওরা নিজের মতো করে থাকে।’
রূহানের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্ত্রী শামুর সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। তাঁর স্ত্রীর উচ্ছৃঙ্খল জীবন-যাপনের ব্যয় বহন করতে না পেরেই হয়তো এ পথ বেছে নিয়েছেন রূহান। তিনি প্রায়ই বলতেন, মানুষ কেন আত্মহত্যা করে। তাঁর স্ত্রী মদ্যপ অবস্থায় প্রায়ই আত্মহত্যার হুমকি দিয়ে বাসা থেকে বের করে দিতেন। সর্বশেষ মৃত্যুর ২০ দিন আগেও তাঁকে বাসা থেকে বের করে দেওয়া হয়।
রূহানের খালাতো ভাই মনজুরুল হাসান অলি জানান, গত দুই থেকে আড়াই বছর আগে বিয়ে করেন রুহান। স্ত্রী নিয়ে রায়েরবাজার শেরেবাংলা রোডে থাকতেন। তবে কারোর সঙ্গে সেভাবে তাঁর যোগাযোগ ছিল না। মাসখানেক আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে হতাশাগ্রস্ত ছিলেন রূহান। ডিভোর্সের কিছুদিন আগ থেকে মেসে থাকা শুরু করেন।
এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি নূর মোহাম্মদ সমকালকে বলেন, রূহানের স্ত্রী তালাক দেওয়ায় আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর স্ত্রী পুলিশকে তালাক কপি দেখিয়েছেন। ঘটনা তদন্ত করা হচ্ছে।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় ‘রেডরাম’ চলচ্চিত্রের প্রযোজনা করেছেন রূহান। এ ছাড়া ‘পুনর্জন্ম’, ‘চম্পা হাউজ’, ‘শুক্লপক্ষ’, ‘দ্য সাইলেন্স’, ‘আরারাত’র মতো জনপ্রিয় নাটক-সিরিজের নির্বাহী প্রযোজক তিনি।
- বিষয় :
- প্রযোজক
- মৃত্যু
- রহস্যজনক মৃত্যু