ঘূর্ণিঝড় রিমাল
বিদ্যুৎ উৎপাদন অর্ধেকের বেশি কমিয়েছে পিডিবি

লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৪ | ১২:২২ | আপডেট: ২৭ মে ২০২৪ | ১৭:০৪
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) তাদের গড় উৎপাদনের অর্ধেকেরও বেশি বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে সারা দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখো মানুষ।
পিডিবি জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলীয় এলাকায় বেশকিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে তারা।
আজ সোমবার পিডিবির মুখপাত্র শামীম হাসান বলেন, ‘ঘূর্ণিঝড়ের সময় সারা দেশে অনেক বৈদ্যুতিক পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এসব ক্ষতি হয়েছে মূলত খুলনা ও বরিশাল অঞ্চলে। ক্ষয়ক্ষতি নিরূপণের পর আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।’
পিডিবির তথ্য অনুযায়ী, বর্তমানে তারা ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। গতকাল এই পরিমাণ ছিল ১২ হাজার মেগাওয়াটের বেশি। উৎপাদন কম হওয়ায় গতকাল রোববার মধ্যরাত থেকে ঢাকার কিছু এলাকাসহ সারা দেশের অনেক উপজেলায় লোডশেডিং চলছে।
- বিষয় :
- পিডিবি
- বিদ্যুৎ সরবরাহ
- ঘূর্ণিঝড় রিমাল