সংসদে এ. কে. আজাদ
ফরিদপুর সদরে গ্যাস সরবরাহ কবে

সংসদ সদস্য এ. কে. আজাদ (ফাইল ফটো)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২৪ | ২১:২১
ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এ. কে. আজাদ জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নে জানতে চান- ফরিদপুর সদর উপজেলায় পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা; যদি থাকে, তা কবে নাগাদ হবে।
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সরকারি গেজেট ও পরিপত্রের মাধ্যমে সারাদেশে আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহক এবং পরিকল্পিত এলাকা ব্যতীত শিল্প ও ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। এ ছাড়া ফরিদপুর জেলা পর্যন্ত গ্যাস সঞ্চালন অবকাঠামো না থাকায় সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের (এসজিসিএল) আওতাধীন ফরিদপুর সদর উপজেলায় চলতি অর্থবছরে পাইপলাইনে বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করা সম্ভব নয়।
প্রতিমন্ত্রী বলেন, তবে কুয়াকাটা ল্যান্ডফল পয়েন্ট থেকে পায়রা হয়ে এক্সেলারেট এনার্জি স্পন্সর প্রতিষ্ঠান আর-এলএনজি সরবরাহে কুয়াকাটা-পায়রা-বরিশাল-গোপালগঞ্জ-খুলনা গ্যাস সঞ্চালন পাইপলাইন এবং টেকেরহাট থেকে ফরিদপুর জেলা পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণকাজ বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যতা রেখে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের মাধ্যমে ফরিদপুর জেলায় গ্যাস সরবরাহের পরিকল্পনা নেওয়া হবে।
বৃহস্পতিবার সংসদের বৈঠকে স্বতন্ত্র সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে টানা ৭ দিনের বিরতির পরে বিকেল চারটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
- বিষয় :
- সংসদ অধিবেশন
- জাতীয় সংসদ
- এ. কে. আজাদ