এবার মোস্তাফিজের দায় স্বীকার শাস্তি দাবি জড়িতদের

আনোয়ারুল আজীম
আদালত প্রতিবেদক ও কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ০০:৫৯
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান ফকির আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেনের আদালতে গতকাল মঙ্গলবার তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এদিকে আজীম হত্যার প্রতিবাদ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে খুনিদের শাস্তি দাবি করেছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। গতকাল সকালে শহরের কোটচাঁদপুর রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
আজীম হত্যায় জড়িত সন্দেহে মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী শাজীকে গ্রেপ্তারের পর গত ২৭ জুন ছয় দিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মোস্তাফিজকে আদালতে হাজির করা হয়। তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অন্য আসামি ফয়সাল রিমান্ডে রয়েছেন।
এ মামলায় শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভুঁইয়া, সেলিস্তি রহমান ও কাজী কামাল আহমেদ বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল কোটচাঁদপুরে সংবাদ সম্মেলনে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন লিখিত বক্তব্যে বলেন, এমপি আজীম হত্যার পর থেকে উপজেলা আওয়ামী লীগ ক্রান্তিকাল অতিক্রম করছে। হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দলের মধ্যে ষড়যন্ত্র ও গভীর চক্রান্ত শুরু হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, কতিপয় ব্যক্তি সভা-সমাবেশে আজীম হত্যাকাণ্ডের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন ও জেলা শ্রমবিষয়ক সম্পাদক মোস্তিাফিজুর রহমান বিজুকে জড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন।
এ সময় নেতারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশের পর পরই দলীয় কার্যালয়ে গিয়ে শোক প্রকাশ ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন নেতাকর্মীরা। কিন্তু কয়েক দিন পর ঝিনাইদহের একজন নেতা আটকের পর থেকেই এমপি অনুসারী নেতা মেয়র আশরাফুল আলম আশরাফ বা তাদের নেতারা কোনো কর্মসূচিতে আমাদের ডাকেননি।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম আরা মান্নানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসরাইল, জেলা শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, স্থানীয় নেতা জাহাঙ্গীর হোসেন, আমিনুর রহমান তপু প্রমুখ।
- বিষয় :
- আনোয়ারুল আজীম