ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর এখন ধ্বংসস্তূপ

বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর এখন ধ্বংসস্তূপ

বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪ | ১৬:২৬ | আপডেট: ০৬ আগস্ট ২০২৪ | ১৬:৪৬

১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের কোনো স্মৃতিচিহ্ন আর অবশিষ্ট নেই। সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত আগুনের ধোঁয়া ও পোড় গন্ধ পাওয়া যাচ্ছিল ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর থেকে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের এই বাড়িতে থেকেই পাকিস্তানবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। স্বাধীনতার পর ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বাড়িতেই সপরিবারে হত্যা করা হয়। পরে বাড়িটিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তার দেশ ত্যাগের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সভাপতির কার্যালয়ের পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে এই আগুন দেওয়া হয়।

আরও পড়ুন

×