যেভাবে বীরদর্পে দেশ ছাড়েন বেনজীর
শাহজালাল বিমানবন্দরের সিসিটিভির ফুটেজে ধরা পড়ল ৪ মে পালিয়ে যাওয়ার দৃশ্য

বেনজীর আহমেদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪ | ০১:৩৪
দুর্নীতির খবর প্রকাশের পর দেশ ছেড়ে পালিয়ে যান পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ক্ষমতাধর এই কর্মকর্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে নিজেই হাজার হাজার কোটি টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন করে দেশজুড়ে আলোচিত হন। সমালোচনা ও মামলা-মোকদ্দমার মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন তিনি। বিমানবন্দরে তাঁকে সহযোগিতা করেন একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। দেখা যায়, নিরাপত্তা ব্যবস্থার তোয়াক্কা না করেই প্রভাব খাটিয়ে বেরিয়ে যান তিনি।
বিমানবন্দরের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজে গত ৪ মে বেনজীরের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। সেখানে দেখা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ সদস্যদের সহায়তায় স্বাচ্ছন্দ্যে দেশ ছাড়ছেন তিনি। এ সময় পরিবারের অন্য সদস্যদের তাঁর সঙ্গে দেখা যায়নি।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, সেদিন রাত ১১টা ৪০ মিনিটে বেনজীর সিঙ্গাপুর এয়ারলাইন্সে ওঠার আগে সিকিউরিটি চেকের জন্য যাচ্ছেন। তাঁর সামনে ছিলেন ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য, ইউনিফর্ম ছাড়া একজন নারী পুলিশ সদস্য ও পেছনে ইউনিফর্ম পরা আরেকজন পুলিশ সদস্য। ফুটেজে দেখা যায় বেনজীরের গায়ে হাফ শার্ট, ধূসর রঙের কালো প্যান্ট, হাতে ঘড়ি ও পায়ে কালো জুতা।
বিমানে ওঠার সর্বশেষ নিরাপত্তা তল্লাশিতে দায়িত্বরত আনসার সদস্যকে বডি চেক করতে না দিয়েই পাশ কাটিয়ে চলে যান বেনজীর। এখানে যাত্রী যেই হোক না কেন তল্লাশি করার নিয়ম রয়েছে। অথচ ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বেনজীর এসবের ধার ধারেননি। সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বেনজীরের পাসপোর্টে সিল-স্বাক্ষর দিয়ে তল্লাশি ছাড়াই পাসপোর্ট ও লাগেজ তাঁর কাছে হস্তান্তর করেন। এ সময় সেখানে উপস্থিত ইউনিফর্ম পরা পুলিশদের হাত নাড়িয়ে বিদায় জানান বেনজীর।
সহায়তায় নারী অতিরিক্ত পুলিশ সুপার দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে তাঁকে সহায়তাকারী পুলিশ সদস্যদের মধ্যে একজন নারী পুলিশ কর্মকর্তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম শাহেদা সুলতানা। তিনি বর্তমানে র্যাবে সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে কর্মরত। সিসিটিভির ফুটেজে দেখা যায়, বেনজীরের কাগজপত্রসহ শাহেদা তাঁর আগে আগে হেঁটে যাচ্ছেন। এ সময় বেনজীরের কাগজপত্রে চোখ বুলিয়ে নিচ্ছেন তিনি।
বিশ্বস্ত সূত্র জানায়, শাহেদা দীর্ঘদিন ধরেই বেনজীরের পরিবারের সদস্যদের আস্থাভাজন ছিলেন। বেনজীর র্যাবের মহাপরিচালক থাকার সময় শাহেদাও সেখানে কর্মরত ছিলেন। পরে বেনজীর আইজিপির দায়িত্ব নেওয়ার পর শাহেদাকে আইজিপির সেকশনে স্ত্রী জীশান মীর্জার প্রটোকল অফিসার হিসেবে নিয়োগ দেন। বেনজীর আইজিপি পদ থেকে অবসরে গেলে তাঁকে আবার র্যাব সদরদপ্তরের অপারেশন উইংয়ে সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে পদায়ন/বদলি করা হয়। বেনজীর বর্তমানে কোন দেশে অবস্থান করছেন, এ বিষয়ে কিছুই জানা যায়নি।
গত ৩১ মার্চ ‘বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর দেশে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এর মধ্যে অবস্থা বেগতিক দেখেই দেশ ছাড়েন বেনজীর। যদিও পুলিশের এই কর্মকর্তা নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, তিনি কোনো দুর্নীতি করেননি। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ ওঠার পর এ নিয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজীর ও তাঁর পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন। তাঁর সম্পত্তি ক্রোক এবং বিদেশ যেতে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের মধ্যেই ফুরফুরে মেজাজে দেশ ছাড়েন বেনজীর।
গত ২৮ মে জিজ্ঞাসাবাদের জন্য বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের নোটিশ পাঠায় দুদক। বেনজীরের পক্ষে তাঁর আইনজীবী ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন। গত ২ জুলাই বেনজীর, তাঁর স্ত্রী জীশান মীর্জা এবং দুই কন্যার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দেয় দুদক।
নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দেখা গেছে, বেনজীর পরিবার স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছে। তাদের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করার নির্দেশ দেয় দুদক।
গত ২৩ মে বেনজীরের ৮৩টি দলিলের সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। গত ২৬ মে আদালত বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের নামে ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। গত ২৩ মে তাদের নামে থাকা ৩৪৫ বিঘা জমি, বিভিন্ন ব্যাংকের ৩৩টি হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। সব মিলিয়ে ক্রোক করা হয় ৬২৭ বিঘা জমি। তিনি পেশাগত কর্মকাণ্ডে যেমন বিতর্কিত হয়েছেন, তেমনি রাজনৈতিক প্রশ্রয়ও পেয়েছেন।
- বিষয় :
- বেনজীর আহমেদ