ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আকস্মিক বন্যা

পাউবোতে ছুটি বাতিল, খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ

পাউবোতে ছুটি বাতিল, খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ

লোগো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪ | ০১:৪৬

দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেওয়ায় সংশ্লিষ্ট জেলাগুলোতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে পাউবোতে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পাউবোর বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপ এবং ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই; পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, হালদা নদীর পানি দ্রুত বেড়ে গেছে। এতে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লাসহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ অবস্থায় বন্যাকবলিত জেলাগুলোর পাউবোর সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল এবং তাদের স্ব স্ব কর্মস্থলে অবস্থান করে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। 

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে পানি উন্নয়ন বোর্ডে কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর: ০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮, ০১৬৭৪৩৫৬২০৮ এবং ই-মেইল [email protected], [email protected]। প্রয়োজনে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বন্যা-সংক্রান্ত তথ্যের জন্য পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ঢাকার নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হানকে (মোবাইল নম্বর: ০১৩১৮২৩৪৯৬২) বন্যা পূর্বাভাস কেন্দ্রের ফোকাল কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×