ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মহাখালীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ ব্যাটারিচালিত রিকশাচালকদের

মহাখালীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ ব্যাটারিচালিত রিকশাচালকদের

সড়কের পাশাপাশি রাজধানীর মহাখালীতে রেলপথও অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪ | ১২:০৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ | ১২:৫৭

সড়কের পাশাপাশি রাজধানীর মহাখালীতে রেলপথও অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা। ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে এ অবরোধ কর্মসূচি করছেন তারা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা অবরোধ শুরু করেন। অবরোধের কারণে মহাখালী, আগারগাঁও, বসিলার আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সূত্র জানা গেছে, ব্যাটারিচালিত রিকশার চালকেরা রেললাইনের ওপর আড়াআড়ি করে রিকশা রেখে অবরোধ করেছেন। সড়কেও তারা অবরোধ করেছেন। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

আরও পড়ুন

×