সড়ক ছাড়লেন অটোচালকরা, ৪ ঘণ্টা পর আগারগাঁওয়ে যানচলাচল শুরু

দীর্ঘ ৪ ঘণ্টা পর আগারগাঁওয়ে যানচলাচল শুরু হয়েছে। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ১৪:২২ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ | ১৫:১২
ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ধের প্রতিবাদে আগারগাঁওয়ে টানা ৪ ঘণ্টার সড়ক অবরোধ শেষে সেখান থেকে সরে গেছেন আন্দোলনকারী রিকশাচালকরা।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ধের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেন। এসময় মিরপুর রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হলে ভোগান্তিতে পড়েন মানুষজন।