মালয়েশিয়া পাঠানোর দাবিতে শাহবাগ অবরোধকারীরা মন্ত্রণালয় অভিমুখে

মন্ত্রণালয় অভিমুখে অবরোধকারীদের মিছিল। ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪:১৯
মালয়েশিয়া পাঠানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা আন্দোলনকারীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হয়েছেন। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।
আজ সোমবার সকালে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। পরে পুলিশ তাদেরকে সরিয়ে দিলে দুপুর দেড়টার দিকে ইস্কাটন রোডে অবস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে বের হন।
আন্দোলনকারীদের প্রতিনিধি আলমগীর হোসেন বলেন, আমরা টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারছি না। আমাদের পরিবার নিয়ে অসহায় অবস্থায় আছি। আমরা চাই, ড. ইউনূস যেন আমাদেরকে মালয়েশিয়া কর্মসংস্থানের জন্য পাঠায়। এজন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব, যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হয়।
যশোর থেকে আসা নাজমুল হাসান বলেন, আজকে দুই বছর হলো টাকা জমা দিয়েছি। অথচ আমাদেরকে মালয়েশিয়া পাঠানো হচ্ছে না। আমরা মালয়েশিয়া যেতে চাই। প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দেখা করতে চাই।
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা মোহন আলী বলেন, দেড় বছর হলো রিক্রুটিং এজেন্সিকে টাকা দিয়েছি। এরপরও আমাদেরকে মালয়েশিয়া পাঠানো হচ্ছে না। এজন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি।
- বিষয় :
- মালয়েশিয়া
- মালয়েশিয়ার শ্রমবাজার